মূলত একদল হকপন্থী ওলামায়ে কেরাম তৈরির নিমিত্ত তৎকালীন কড়াইল টি আ্যন্ড টি কলোনির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দ্বিনি জযবা, মেহনত, কুরবানি এবং সর্বোপরি আমাদের সকলের কার্যনির্বাহক মহান আল্লাহ তায়ালার গায়েবি সাহায্যে ০৫-০১-১৯৯৪ ইং তারিখে তাক্বওয়া, তাওয়াক্কুল, তালিম ও তাজকিয়ার বুনিয়াদের উপর বনানী বিটিসিএল জামিআ' মুহাম্মাদিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়। ১২-০১-২০০১ ইং তারিখে তৎকালীন টি আ্যন্ড টি বোর্ড কর্তৃক মাদ্রাসা ও মাদরাসা ভবনের নকসার অনুমোদন প্রদান করা হয়। ২৭-০১-২০০১ ইং তারিখে তৎকালীন টি আ্যন্ড টি বোর্ড এর মাননীয় চেয়ারম্যান মরহুম খন্দকার আব্দুল মতিন অত্র মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ০২-১১-২০০১ ইং তারিখে মাদরাসা ভবনের নির্মান কাজ শুরু হয়।
বিটিসিএল জামিআ’র সকল শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা প্রদান করা হয়। সকল শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রয়োজনীয় কিতাবসমুহ ধার দেয়া হয়। বিটিসিএল জামি‘আর পক্ষ থেকে এতিম, অসহায়, মেধাবী ছাত্রদের ফ্রি থাকা-খাওয়া, চিকিৎসা, পোশাকাদি প্রদানসহ যাবতীয় সহযোগিতা প্রদান করা হয়।
উন্নত শিক্ষা পদ্ধতির মাধ্যমে পর্যায়ক্রমে কুরআন, হাদিস, ফিকহ, উসূল, আকাইদ ইত্যাদি বিশদভাবে পড়ানো হয়। এ ছাড়াও বাংলা, ইংরেজি, ইতিহাস, সমাজ বিজ্ঞান, ভূগোল, গণিত, বিজ্ঞান ইত্যাদি বিষয় বিশেষভাবে শিক্ষা দেয়া হয়।
বিটিসিএল জামিআ’র কুতুবখানায় প্রয়োজনীয় সকল পাঠ্যপুস্তকের বিশাল কালেকশন রয়েছে। কিতাবের সংখ্যা প্রায় ৫৫০০।
আল-আরাফাহ ছাত্র পাঠাগার: ধারাবাহিক শিক্ষাক্রমের পাশাপাশি ছাত্রদের বহুমুখী জ্ঞান অর্জন এবং দেশ ও জাতির সমকালীন ও আন্তর্জাতিক অবস্থা সম্পর্কে অবগতি লাভের জন্য বিভিন্ন বিষয়ের ওপর তথ্যবহুল বই-পুস্তক সমৃদ্ধ একটি উঁচু মানের পাঠাগার রয়েছে। ছাত্ররা স্বীয় প্রয়োজন অনুযায়ী বই পুস্তক সংগ্রহ করে যুগোপযোগী বিভিন্ন প্রকারের জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। পুস্তকের সংখ্যা প্রায় ৭০০।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা-ই-কিরামের আদর্শ ও বিশ্ববিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের সিলেবাস ও দরস অনুযায়ী বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনায় পরিচালিত একটি অনন্য দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান।
নাম | : | বনানী বিটিসিএল জামিআ' মুহাম্মাদিয়া ইসলামিয়া |
অবস্থান | : | কড়াইল বিটিসিএল কলোনি, রোড-০৫, বনানী, ঢাকা-১২১৩। |
স্থাপিত | : | ০৫-০১-১৯৯৪ইং |
শিক্ষক সংখ্যা | : | ৪৫ জন |
স্টাফ সংখ্যা | : | ১৫ জন |
ছাত্র সংখ্যা | : | ৮৫০ জন |
মাসিক ব্যয় | : | ১৮,০০,০০০ (আঠার লক্ষ টাকা) প্রায় |
ফান্ডসমূহ | ১. জেনারেল ফান্ড ২. এতিমখানা ফান্ড | |
৩. লিল্লাহ বোর্ডিং ফান্ড ৪. নির্মাণ ফান্ড |
রাজধানী ঢাকার বনানীস্থ বি.টি.সি.এল কলোনির স্যাটেলাইট অফিস সংলগ্ন কোলাহলমুক্ত ও সম্পূর্ণ্ নিরিবিলি পরিবেশে বনানী বিটিসিএল জামি‘আ মুহাম্মাদিয়া ইসলামিয়া অবস্থিত।