জামি’আ যেমন জ্ঞানসম্পন্ন সুযোগ্য আলেম তৈরির প্রতিষ্ঠান, অন্যদিকে তা সর্বসাধারণের ধর্মীয় দীক্ষার একটি উন্মুক্ত কেন্দ্র। এ কর্মসূচির আওতায় মসজিদ ভিত্তিক ২১ দিনব্যাপী বয়স্কদের ক্লাস চালু করে জামি‘আর পক্ষ হতে প্রত্যহ এক ঘন্টা করে বিজ্ঞানভিত্তিক ‘নূরানি বয়স্ক ট্রেনিং’ এর ব্যবস্থা করা হয়। এ কোর্সের মাধ্যমে মাত্র ২১ দিনে বালক-যুবক, বৃদ্ধ তথা সকল বয়সের সকল শ্রেণি ও ব্যবসায়ী, চাকরিজীবি, স্কুল-কলেজের অধ্যায়নরত ছাত্র ও সর্বস্তরের কর্মব্যস্ত জনসাধারণ অতি সহজে পবিত্র কুরআন শরিফ, কালিমা, প্রয়োজনীয় দোয়া-মাসায়েল ইত্যাদি সহিহ-শুদ্ধরূপে শিক্ষা লাভ করে থাকেন।
এ কর্মসূচির আওতায় ছাত্রদেরকে ইসলামি যিন্দেগি গঠন ও সমাজে দ্বিনি দাওয়াত প্রদানের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।
কুরআন হাদিসের জ্ঞান অর্জনের পর সর্বসাধারণের মাঝে সঠিক দ্বিনি-দাওয়াত ব্যাপক ভাবে প্রসারের নিমিত্ত ছাত্রদের প্রয়োজনীয় যোগ্যতা ও বাগ্মিতা অর্জনের জন্য জামি‘আয় প্রতিযোগিতামূলক সাপ্তাহিক বক্তৃতা এবং বিশেষ দিবস উপলক্ষে বিষয় ভিত্তিক সেমিনার, বিতর্ক অনুষ্ঠান ইত্যাদির ব্যবস্থা রয়েছে।
ইসলামি সাহিত্যের নির্মল জ্যোতি বিকিরণের মহান লক্ষ্য নিয়ে ছাত্রদের কলম সৈনিকরূপে গড়ে তোলার জন্য বাংলা, আরবি ও ইংরেজি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে বহুমুখী যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলার জন্য বিশেষ তরবিয়তের ব্যবস্থা করা হয়। সহিহ নামজ, পবিত্র কুরআন শরিফের বিশুদ্ধ ও সুন্দর তেলাওয়াত, সুন্নত তরিক্বায় আযান-ইক্বামাত ইত্যাদির জন্য আমলি প্রশিক্ষণ দান করা হয়।
আইটি বিভাগে নিয়মিত দুইজন প্রশিক্ষক রয়েছেন। ছাত্রদের আইটি বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষে কম্পিউটার ল্যাবে আইটি বিষয়ে এবং বাংলা, ইংরেজি ও আরবি টাইপিং এ প্রশিক্ষণ প্রদান করা হয়।।